জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কাঁচাবাজার সড়কে ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
৫ বছরের জন্য জামায়াতকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে বাংলাদেশের সব দলকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, জামায়াত আল্লাহ তা’য়ালার নির্দেশ অনুসারে একটি আদর্শিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলন গড়ে তুলেছে। আর আমাদের উদ্দেশ্য সাময়িক নয়। যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সম্পদ লুট করে নিজেদের আখের গুছিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করাও আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। রাজনীতিকে নিজেদের জীবন-জীবিকার অনুসঙ্গও আমরা মনে করি না বরং গণমানুষের কল্যাণ ও আর্ত-মানবতার মুক্তিই আমাদের রাজনীতির কাঙ্খিত গন্তব্য।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৩ বছর বিভিন্ন দলকে বাংলাদেশের ক্ষমতায় এনেছে। কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতি, অন্যায়, অবিচার থেকে মুক্তি পায়নি। তাই শান্তির সমাজ বিনির্মাণে সবাইকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতা আরও বলেন, বাংলাদেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। আর কোনো স্বৈরশাসক, দুর্নীতিবাজ চাঁদাবাজদের বাংলাদেশে কোন ঠাঁই হবে না।