সর্বশেষ:

নির্বাচন কবে জাতিকে স্পষ্ট করুন, ছলচাতুরি চলবে না: মির্জা আব্বাস »

নির্বাচন কবে জাতিকে স্পষ্ট করুন, ছলচাতুরি চলবে না: মির্জা আব্বাস

ছলচাতুরির প্রয়োজন নেই, নির্বাচন কবে জাতিকে স্পষ্ট করুন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেছেন।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে। পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আমার বিশ্বাস এই সরকার পরিস্থিতি উন্নয়ন করবে। আমরাও বিশ্বাস করতে চাই আপনারা এমন কিছু করবেন না যাতে জাতি আস্থা হারায়।

জিয়াউর রহমানকে স্মরণ করে মির্জা আব্বাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না। আমরাও বলছি জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, প্রজম্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজিসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পড়েছেন 317 জন

সর্বশেষ সংবাদ