নতুন করে আরো ১৪ মামলায় ৪৮ দিন রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামুন। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি।
মঙ্গলবার (০৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।
রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এ ছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
উল্লেখ্য, যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানায় হয় নতুন এসব মামলা।
নিউজটি পড়েছেন 479 জন