সর্বশেষ:

বিএডিসি মহাপরিচালক দেবদাস-আবীরের নামে দুদকে অভিযোগের ফিরিস্তি »

বিএডিসি মহাপরিচালক দেবদাস-আবীরের নামে দুদকে অভিযোগের ফিরিস্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই মহাব্যবস্থাপক—দেবদাস সাহা (পাট বীজ) ও মোঃ আবীর হোসেন (বীজ)-এর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের ভয়াবহ অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

১৪ জুলাই ২০২৫, ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন কমিশনার (তদন্ত)-এর কাছে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করে, যেখানে দুই কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর ও প্রমাণ-ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়েছ

গত বছর চ্যানেল 24-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের আগে দেবদাস সাহা নিজে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের “ম্যানেজ” করতে চেয়েছিলেন—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে তাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়:

“ওদের একটু বুঝায়ে কইতে হবে… বেশি ঘাঁটাইও না।”

এই ভিডিও ভাইরাল হওয়ার পরও অভিযোগগুলোর কার্যকর তদন্ত হয়নি, যা গণমাধ্যম নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে।

কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। এখন অভিযোগপত্র জমা পড়েছে দুদকে। আর কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, বিশেষ টিম ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধানে “কোমর বেঁধে” মাঠে নেমেছে।

দেবদাস সাহা র নামে  অভিযোগ হচ্ছে  অনিয়মিত পদোন্নতি এবং সাবেক মন্ত্রীর ছত্রছায়ায় ক্ষমতা অপব্যবহার,কোটি টাকার বীজ দুর্নীতি (মধুপুর, ২০২০), ভুয়া মাস্টাররোল তৈরি করে শ্রমিকদের নামে টাকা আত্মসাৎ,ঢাকায় একাধিক ফ্ল্যাট, বিদেশে (সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই) গোপন বিনিয়োগ। এবং মোঃ আবীর হোসেন এর নামে অভিযোগ হচ্ছে বীজ ও কৃষি উপকরণ ক্রয়ে ঘুষ বাণিজ্য,   নিম্নমানের বীজ সরবরাহ করে কৃষকদের আর্থিক ক্ষতিসাধন, গুলশান, বনানী ও উত্তরায় একাধিক প্লট ও ফ্ল্যাট ,কর্মকর্তাদের হয়রানি ও ঘুষ ছাড়া কোনো ফাইল পাশ না করার অভিযোগ

দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—এই অভিযোগটি প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ইতোমধ্যে বিশেষ অনুসন্ধান ও তথ‍্য যাচাই-বাছাই শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার পর, সাধারণ জনগণ ও কৃষি খাত সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে দাবি করছেন—

“এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, নয়তো প্রশাসনে আস্থা ফিরবে না।”

নিউজটি পড়েছেন 351 জন

সর্বশেষ সংবাদ